নেদারল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর রবিবার এফআইএচ প্রো লিগে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় পুরুষ হকি দল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে ভারত। গত মরসুমে তৃতীয় ও ২০২০-২১ মরসুমে চতুর্থ স্থানে ছিল ভারত। এই প্রতিযোগিতায় দলের নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত সিং এবং সহ-অধিনায়ক হিসেবে থাকচ্ছেন মনপ্রীত সিং।
ভারত-আর্জেন্টিনা ম্যাচের দল- কৃষাণ পাঠক, পিআর শ্রীজেশ, হরমনপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, মনপ্রীত সিং, সুমিত, সঞ্জয়, মনদীপ মোর, গুরিন্দর সিং, হার্দিক সিং (সহ-অধিনায়ক), দিলপ্রীত সিং, মৈরাংথেম রবিচন্দ্র সিং, শমশের সিং, আকাশদীপ সিং, বিবেক সাগর প্রসাদ, অভিষেক, ললিতকুমার উপাধ্যায়, এস কার্থি, গুরজন্ত সিং, সুখজিত্ সিং, রাজকুমার পাল, মনদীপ সিং, সিমরনজিৎ সিং
কোথায় দেখবেন?- ভারত বনাম আর্জেন্টিনা সরাসরি দেখা যাবে watch.hockey ওয়েবসাইট এবং FanCode অ্যাপ এবং ওয়েবসাইটে। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।
𝗠𝗮𝘁𝗰𝗵𝗱𝗮𝘆 🏑
India will look to complete the double over Argentina and finish their #FIHProLeague campaign with a victory! 🇮🇳⚔️🇦🇷
The Men in Blue were beaten by the Netherlands yesterday.#Hockey #India #Argentina #HockeyProLeague https://t.co/zluCGKd78w pic.twitter.com/iZridXo21I
— Khel Now (@KhelNow) June 11, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)