রবিবার সেঞ্চুরিয়ান টি-২০-তে একেবারে রানের সুনামি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫.৩ ওভারে ১০০ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-২০-তে পাওয়ার প্লে-তে এই প্রথম কোনো দেশ ১০০ রান করল।

দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার ক্যুইন্টন ডি'কক ১৫ বলে হাফ সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-২০-র ইতিহাসে যা দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এরপর ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। এর আগে ৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস।

ডি কক মোট ৮টা ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি হাঁকান। সেঞ্চুরি পূর্ণ করেই তিনি আউট হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওপেন করতে নামা রেজা হেনরিকস। ডিকক-হেনরিকস প্রথম উইকেটে ৬৫ বলে ১৫২ রানের পার্টনারশিপ করেন।

দেখুন টুইট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)