India vs Pakistan Asia Cup: পহেলগাম জঙ্গি হামলার নেপথ্যে থাকা পাকিস্তানের সঙ্গে খেলা কেন? অপারেশন সিঁদুরের কথা এত তাড়াতাড়ি ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলাটা কি খুব দরকার? একটু পরেই দুবাইয়ে এশিয়া কাপে গ্রুপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ টিভিতে না দেখার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড করছে। শহীদদের পরিবারের সদস্যরাও হাতজড়ো করো আবেদন করছেন, ভারত-পাক ম্যাচ বয়কট করার। পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর, যুদ্ধ ও যুদ্ধবিরতির পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচ বয়কটের মাঝে হরিয়ানার হিসারের এক প্রেক্ষাগৃহে বাতিল করা হল ভারত-পাকিস্তান ম্য়াচের সরাসরি সম্প্রচার। ঠিক ছিল, সিনেমা হলে দেখানো হবে এই সরাসরি ভারত-পাক ম্য়াচ। এক সেনাকর্মীর অনুরোধ শুনেই প্রেক্ষাগ্রহের ভারত-পাক শো।

সেটি বাতিলের কথা জানিয়ে, হিসার সিনেমার ম্যানেজার করণ যাদব জানান, “এক সেনাকর্মী আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কি ম্যাচটি সম্প্রচার করব? আমি বলি, এখনও সরকারিভাবে সম্প্রচারের অধিকার পাইনি, তবে সন্ধ্যার মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। আমি তাঁকে প্রতিশ্রুতি দিই, ব্যবসা আলাদা বিষয় হলেও দেশের গুরুত্ব সর্বাগ্রে। পরে ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করলে তারাও একমত হন। দেশের চেয়ে বড় কোনো ম্যাচ হতে পারে না।”

দেখুন কী বললেন সেই হলের ম্যানেজার

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)