রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব এফসিকে ৬-৫ গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানকে এতটা চাপে ফেলে দেবে পঞ্জাব এফসি তা অবশ্য বুঝতে পারেনি মোহনবাগান কোচ মলিনা। তাই বল পজেশনে এগিয়ে থাকলেও বারবার মোহন ডিফেন্সকে বিপদে ফেলছিল পঞ্জাব। নির্ধারিত এবং অ্যাডেড টাইমে স্কোরলাইন ৩-৩ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাই ম্যাচের ভাগ্য চলে গিয়েছিল পঞ্জাবের গোলরক্ষক রবি কুমার ও মোহনবাগানের বিশাল কাইথের হাতেই। কিন্তু শান্ত মাথার জেসন কামিন্সের প্রথম শটই কিক পোস্টে লাগে।এরপর মনবীর গোল করলেও। প্রথম দুই শটের পর ২-১ এগিয়ে ছিল পঞ্জাব এফসি। এরপর মরণবাচন পাঁচ নং শটটি বিশাল কাইথ সেভ করেন এবং মোহনাবাগানের হয়ে পঞ্চম শটে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। পাঁচ শটের পর স্কোর লাইন ৪-৪ দাঁড়ায়। টাইব্রেকার চলতে থাকে এবং পঞ্জাবের সাত নং শট বিশাল কাইথ সেভ করে দেন এবং টম অ্যালড্রেড স্পট কিক থেকে গোল করতেই সেমিফাইনালে চলে যায় মোহনবাগান। কলকাতায় প্রথম সেমিফাইনালে কেরল ব্লাস্টার্স অথবা বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস।
FT | MBSG 3-3 PFC
Pen. | MBSG 6-5 PFC
All square after 9⃣0⃣ mins of end-to-end football.
However, #MBSG prevail 6-5 over PFC in PENALTIES, securing a spot in the Semi-final of the 133rd Edition of the IndianOil Durand Cup!#QuarterFinal3 #MBSGPFC #IndianOilDurandCup… pic.twitter.com/cwQojx0c7m
— Durand Cup (@thedurandcup) August 23, 2024
INTO THE SEMIS! 💚♥️🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/4lgpNcXCk0
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 23, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)