মাদক সেবনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটার ওয়েসলি মাধভেরে (Wesley Madhevere) ও ব্র্যান্ডন মাভুতাকে (Brandon Mavuta) অবিলম্বে নিষিদ্ধ করেছে জিম্বাবয়ে ক্রিকেট। শুনানি না হওয়া পর্যন্ত ক্রিকেটের কোনো কার্যক্রমে অংশ নেবেন না এই দুই ক্রিকেটার। জিম্বাবয়ে ক্রিকেটের খবর অনুসারে, মাধভেরে ও মাভুতা দু'জনেরই জিম্বাবয়ে ক্রিকেটের নিয়ম লঙ্ঘন করেছেন। উভয়ের বিরুদ্ধে 'কোড অফ কন্ডাক্ট'-এর আওতায় অভিযোগ আনা হয়েছে। জিম্বাবয়ে ক্রিকেট প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, 'সাম্প্রতিক ইন-হাউস ডোপিং পরীক্ষায় দু'জনেরই নিষিদ্ধ মাদকের প্রমাণ মিলেছে।' জিম্বাবয়ের হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন মাভুতা। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলেছেন তিনি। অন্যদিকে, মাধভেরে দেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের জন্য তাকে দলে নেওয়া হয়নি। Zimbabwe Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থতার পর পদত্যাগ জিম্বাবয়ের প্রধান কোচ ডেভ হটনের
দেখুন পোস্ট
ZC suspends two players over recreational drug use
Details 🔽https://t.co/CS5pnD6aOO pic.twitter.com/Qy1kAjjU1P
— Zimbabwe Cricket (@ZimCricketv) December 21, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)