১৯৯২ থেকে ২০২৩, বিশ্বকাপের মঞ্চে যখনই পাকিস্তান মুখোমুখি হয়েছে ভারতের তখনই তাঁদের পরাজয় ঘটেছে। আইসিসি আয়োজিত একদিনের বিশ্বকাপে এই নিয়ে ৮ম বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। যার ফলে উভয় দেশের বিশ্বকাপ স্কোরলাইনে ভারত ৮-০ তে তাঁদের আধিপত্য বিস্তার করেছে। তবে এই জয়ের পর পাক মাটিতে হতাশার সুর থাকলেও কিছু মাথা খারাপ করে দেওয়া মন্তব্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। যেমন পাকিস্তানের বিখ্যাত টিকটোকার হারিম শাহের মতে, এবার টিম ইন্ডিয়া ভালো খেলে নয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে পাকিস্তানকে হারিয়েছে। তাঁর অভিযোগ এই কালো জাদু করেছেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah)
হারিম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ এক তান্ত্রিকের ছবি পোস্ট করে লিখেছেন- 'বিশ্বস্ত সূত্রের মতে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পাকিস্তানি দলের উপর কালো জাদু করার জন্য কালো জাদু বিশেষজ্ঞ এবং তান্ত্রিক কার্তিক চক্রবর্তী (tantrik Kartick Chakraborty )কে এই কাজটি দিয়েছিলেন। আইসিসির উচিত এই ঘটনার তদন্ত করা। এটা গ্রহণযোগ্য নয়।
According to credible source, BCCI Secretary Jay Shah hired famous Black magic expert / tantrik Kartick Chakraborty to do black magic on Team Pakistan. @ICC should investigate. This is unacceptable..!!!#INDvsPAK #PAKvIND pic.twitter.com/UPbY9RwAaD
— Hareem Shah (@_Hareem_Shah) October 14, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)