ভারত তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেট বিশ্বে এক অনন্য রেকর্ড গড়েছেন, যা এর আগে কোনও ক্রিকেটারই গড়ে উঠতে পারেননি। সাত ভিন্ন ক্যালেন্ডার বছরে ২০০০ রান করা একমাত্র ব্যাটসম্যান হয়েছেন বিরাট। চলতি টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮২ বলে ৭৬ রানের আকর্ষণীয় ইনিংস খেলে ২০২৩ সালে তাঁর মোট রানের সংখ্যা পৌঁছে যায় ২০০৬-এ। এর আগে ২০২১ সালে ২১৮৬ রান, ২০১৪ সালে ২২৮৬ রান, ২০১৬ সালে ২৫৯৫ রান, ২০১৭ সালে ২৮১৮ রান, ২০১৮ সালে ২৭৩৫ রান ও ২০১৯ সালে ২৪৫৫ রান করেন। সেই কারণে ২০২৩ সালে তাঁর ২০০৬ রানের রেকর্ডটি বিশেষ। কারণ সাতবার ২০০০-এর বেশি রান করেছেন তিনি যা আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকে আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি। এই তালিকায় তাঁর পরেই রয়েছেন কুমার সাঙ্গাকারা, সচিন তেন্ডুলকর। Team India Penalised: স্লো ওভার রেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাটা গেল ভারতের
দেখুন তালিকা
The King stands alone at the top! 👑
Yet another record for Virat Kohli: Most calendar years with 2000+ international runs (7) 🙇🏻#ViratKohli #Cricket #SAvIND #Sportskeeda pic.twitter.com/1CIe6YWx7K
— Sportskeeda (@Sportskeeda) December 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)