New Zealand National Cricket Team vs England National Cricket Team, 3rd Test: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল তৃতীয় টেস্ট ম্যাচে আজ মুখোমুখি হয়। হ্যামিল্টনের সেডন পার্কে শনিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তৃতীয় টেস্ট টিম সাউদির (Tim Southee) বিদায়ী টেস্ট। আজ প্রথম দিনে সেই সম্মানে গার্ড অব অনার পেলেন কিউই পেসার টিম সাউদি। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের অভিষেক হওয়া সাউদি তার শেষ অ্যাসাইনমেন্টে আবারও তাদের মুখোমুখি হন। আজ সকালে মেয়েকে কোলে নিয়ে নিউজিল্যান্ড দলের সঙ্গে মাঠে আসেন সাউদি। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার সময় সাউদিকে ইংল্যান্ডের খেলোয়াড়রা গার্ড অব অনার দেন। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে একটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১০ বলে ২৩ রান করেন তিনি। প্রথম দিনে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানে দিন শেষ করে। NZ vs ENG 3rd Test Live Streaming: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট; সরাসরি দেখবেন যেখানে
গার্ড অব অনার পেলেন টিম সাউদি
Congratulations Tim 👏
The Blackcaps legend leads his team out with his daughter in his final Test match 🇳🇿 pic.twitter.com/N661QehKGn
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) December 13, 2024
পরিবারের সঙ্গে টিম সাউদি
Special moments for the Southee family ❤️ pic.twitter.com/MUprjE8WgN
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 13, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)