সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টেই চোট পেয়ে ছিটকে গেলেন টেম্বা বাভুমা (Temba Bavuma)। উদ্বোধনী দিনে বক্সিং ডে টেস্টের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন বাভুমা। প্রথম টেস্টের ২০তম ওভারে লং অফের দিকে একটি বল তাড়া করতে গিয়ে বাউন্ডারি দড়ির কাছে দৌড়ে যাওয়ার সময় বাভুমা চোট পান। তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান এবং তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। সেই রিপোর্ট থেকে বোঝা যায় যে তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে কিন্তু ছিঁড়ে যায়নি যা দলের জন্য ভালো খবর। সকালে ওয়ার্ম-আপে অল্পক্ষণের জন্য হাজির হলেও ব্যাট করতে নামেননি তিনি। ডিন এলগার (Dean Elgar) বাভুমার চোটের সময় ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকায় ছিলেন। পরের টেস্টেও তাঁকে দেখা যাবে বাভুমার জায়গায় দলকে নেতৃত্ব দিতে, এছাড়া দলে ব্যাটসম্যান হিসেব যোগ করা হয়েছে জুবায়ের হামজাকে (Zubayr Hamza)। India in WTC Points Table: সেঞ্চুরিয়ন টেস্টে হারে পঞ্চম স্থানে নেমে এল ভারত, শীর্ষে দক্ষিণ আফ্রিকা
দেখুন পোস্ট
Temba Bavuma will miss the second Test due to a hamstring strain he picked up in Centurion, Dean Elgar will lead the side in Cape Town #SAvIND pic.twitter.com/MEud5niGTh
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)