সিডনি: আইসিসি মেনস টি ২০ ওয়ার্ল্ড কাপের (ICC Men's T20 World Cup) অস্ট্রেলিয়ার সিডনি (Sydney) হতে চলা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টস (toss) জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক (South Africa captain) টেম্বা বাভুমা (Temba Bavuma)।

বৃহস্পতিবার সকালে এসসিজি (SSG) গ্রাউন্ড প্রথমে কুয়াশাছন্ন থাকলে পরে সূর্যের আলো বের হওয়ায় খেলা চালাতে কোনও অসুবিধা হচ্ছে না। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রুপ টুতে বাংলাদেশ (South Africa) ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার (South Africa) একাদশে মাত্র একটিই পরিবর্তন করা হয়েছে। পেসার লুঙ্গি নিগিদির বদলে নিয়ে আসা হয়ছে অভি়জ্ঞ স্পিনার তাবরেজ শামসিকে। অন্যদিকে বাংলাদেশের তরফে ইয়াসির আলির তরফে টিমে জায়গা দেওয়া হয়েছে তাবরাজি শামসিকে।

আজকের ম্যাচে জন্য দক্ষিণ আফ্রিকার টিমে জায়গা পেয়েছেন, টেম্বা বাভুমা, কুইনটন ডে কোক, রিলি রোসোউ, আডিন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েনি পারনেল, কেশব মহারাজ, কিগসো রাবাদা, আনরিচ নোরটেজে, তাবরেজ সামসি। অন্যদিকে বাংলাদেশ দলে খেলছেন সৌম্য সরকার, নাজমূল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহিদে হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)