বুধবার (২১ ফেব্রুয়ারি) ডাম্বুলায় তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে সিরিজের একমাত্র জয় পেয়েছে আফগানিস্তান। অন্যদিকে ক্লিন সুইপ করে ফিরতে না পারায় হতাশ হবে আয়োজকরা। গতকাল ৭.২ ওভারে উদ্বোধনী উইকেটে ৮৮ রানের জুটি গড়ে সফরকারী দলকে দারুণ সূচনা এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। জাজাই ২২ বলে ৪৫ রান করে আউট হলেও গুরবাজ ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭০ রান করেন। উদ্বোধনী জুটিতে ৫ উইকেটে ২০৯ রানের বিশাল স্কোর তুলে নেয় আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন মাথিশা পাথিরানা ও আকিলা ধনঞ্জয়া। এরপর পাথুম নিসাঙ্কা ৩০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করে সবচেয়ে বেশি রান করেন। কিন্তু চোট পেয়ে অবসর নেয়ার পর কিছুটা পথ হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস চেষ্টা করলেও শেষ ২ বলে ১০ রান তুলতে ব্যর্থ হন। Noor Ahmad Banned: চুক্তি ভঙ্গের দায়ে এক বছরের জন্য আইএলটি-২০ থেকে নিষিদ্ধ নুর আহমেদ

দেখুন স্কোরকার্ড

দেখুন ভিডিও হাইলাইটস

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)