অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন আইসিসির আচরণ বিধি ভঙ্গ করে শাস্তি পেতে চলেছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সিরাজ। মাঠে ঝামেলায় জড়ানোর কারণে শুধু সিরাজ নয় একই শাস্তি পাবেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেডও।
খেলা চলাকালীন অ্যাডিলেডে ঠিক কী ঘটেছিল? ঘটনার সূত্রপাত হয় টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিস হেড আউট হওয়ার পর। ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলেই আউট হন হেড। তার পরই উত্তেজিত হয়ে অজি ব্যাটারকে বাইরের পথ দেখিয়ে দেন সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় অবশ্য খুব বেশিদূর গড়ায়নি।
সাংবাদিক সম্মেলনে এসে হেড দাবি করেন, তিনি কোনও খারাপ কথা বলেননি। বরং সিরাজের বলের প্রশংসাই করেছিলেন। অজি ব্যাটারের দাবি নস্যাৎ করে তৃতীয় দিনের শুরুতে সিরাজ জানান, “আমি সেলিব্রেট করছিলাম। তখনই ও আমাকে খারাপ কথা বলে। তার পর সাংবাদিক সম্মেলনে এসে হেড যা বলল, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিষ্কার দেখাও যাচ্ছে, হেড আমাকে কী বলেছে।” গোটা বিষয়টিতে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, দলের জন্য কী করতে হবে সেটা ভালোভাবে জানা আছে সিরাজের।
JUST IN
The pair are set to be punished for the incident.https://t.co/vZn89Pa25J
— Fox Cricket (@FoxCricket) December 9, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)