Rajat Patidar Century: সেন্ট্রাল জোন বনাম নর্থইস্ট জোন, দলীপ ট্রফি ২০২৫ (Duleep Trophy 2025)-এর দ্বিতীয় কোয়ার্টারফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ ২৮ আগস্ট বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড বি-তে (BCCI Centre of Excellence Ground B, Bengaluru) মুখোমুখি হয়েছে Central Zone বনাম North East Zone। সেখানে রজত পাটিদার (Rajat Patidar) দলীপ ট্রফির কোয়ার্টারফাইনালে প্রথম দিন ৮০ বলে সেঞ্চুরি করেছেন। সেন্ট্রাল জোনের অধিনায়ক পাটিদার ১৮টি চারে এবং দুইটি ছক্কায় তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান। মধ্যপ্রদেশের ৩২ বছর বয়সী ব্যাটারের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ১৪তম সেঞ্চুরি। আর্যান জুয়েল (Aryan Juyal) ৬০ রানে অপরাজিত থেকে চোটের কারণে বিদায় নিতে বাধ্য হলে তখন ব্যাট করতে আসেন পাটিদার। শুরু থেকেই সাবলীল খেলে তিনি মাত্র ৪২ বল খেলে তার হাফসেঞ্চুরি পূর্ণ করেন। Duleep Trophy Live Streaming: সম্প্রচার করা হচ্ছে না দলিপ ট্রফির ম্যাচ, ক্ষুব্ধ ফ্যানরা

সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি রজত পাটিদারের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)