হাঁটুর চোটের জন্য তিন মাস মাঠের বাইরে থাকতে হবে পৃথ্বী শ-কে। তার মানে ২০২৩-২৪ মরসুমের একটা বড় অংশ মিস করবেন তিনি। আগামী ১ অক্টোবর থেকে রাজকোটে হবে ইরানি কাপ। ডারহামের বিপক্ষে একদিনের চ্যাম্পিয়নশীপে নর্দাম্পটনশায়ারের পক্ষে খেলার সময় পৃথ্বী চোট পান। পরবর্তীতে স্ক্যানের মাধ্যমে জানা যায় যে, প্রাথমিকভাবে যা আশা করা হয়েছিল অবস্থা তার চেয়ে অনেক খারাপ। লন্ডনের একজন সার্জনের সঙ্গে প্রাথমিক ভাবে পরামর্শ করার পর শ আবার বেঙ্গালুরুর এনসিএতে ফিরে যান অন্য অ্যাসেসমেন্টের জন্য। এই মুহূর্তে মেডিক্যাল টিম পৃথ্বীর চিকিৎসা নিয়ে সম্ভাব্য সব রকম উপায় খতিয়ে দেখছে এবং অস্ত্রোপচারই সম্ভবত শেষ উপায়। তবে আগামী ১৬ অক্টোবর সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে শুরু হওয়া সীমিত ওভারের ক্রিকেটে তিনি খেলবেন না বলেই মনে করা হচ্ছে। Shreyas Iyer, Asia Cup 2023: ভারতীয় শিবিরে ভালো খবর! অনুশীলনে অস্বস্তির ইঙ্গিত নেই শ্রেয়স আইয়ারের
Prithvi Shaw, who suffered a knee injury while playing for Northamptonshire, will likely stay out of action for 3-4 months 🤕#PrithviShaw #Cricket #TeamIndia #injury pic.twitter.com/58pmQpO1zw
— OneCricket (@OneCricketApp) September 14, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)