ভারতীয় উপমহাদেশে বড় সফরের উদ্দেশ্যে ভারতে এসেছে নিউজিল্যান্ড দল। দেশের মাটিতে নামতেই নিউজিল্যান্ড দলকে হোটেলের বাইরে 'নিউজিল্যান্ড দলকে আফগানদের স্বাগতম' এবং 'ওয়েলকাম ব্ল্যাক ক্যাপস' লেখা বোর্ড দেখিয়ে আফগানিস্তানের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের টেস্ট দলের ছবিও প্রদর্শন করা হয়। গ্রেটার নয়ডায় টিম হোটেলে পৌঁছানোর সময় খেলোয়াড়দের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। এই সুন্দর স্বাগত জানানোর ভিডিও শেয়ার করেছে এসিবি। এদিকে, রাচিন রবীন্দ্র এবং বেন সিয়ার্সের মতো খেলোয়াড়রা সুপার কিংস অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য আগেই ভারতে উপস্থিত হয়েছেন। এদিকে পিঠের চোটের সমস্যায় জর্জরিত রশিদ খানকে ছাড়াই মাঠে নামবে আফগানিস্তান দল। তার অনুপস্থিতিতে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহিদি। আগামী ৯ সেপ্টেম্বর গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। AFG Squad, AFG vs NZ Only Test: নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২০ সদস্যের টেস্ট দলে নেই রাশিদ খান

নিউজিল্যান্ড দলের ভারতে আগমন

আগমনের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক

চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমিতে রাচিন রবীন্দ্র

(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)