NZ PM XI vs ENG Scorecard: কুইন্সটাউনের স্যার জন ডেভিস ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচে আজ প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ডের তরুণ দল। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে একমাত্র ভালো স্কোর করেন নিউজিল্যান্ডে অনূর্ধ্ব ১৯ তারকা স্নেহিত রেড্ডি। তাঁর ব্যাট থেকে আসে ৬০ রান এছাড়া বাকি কোনো ব্যাটসম্যান উঠে আসতে পারেননি এবং তারা ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্সে ৪ উইকেট নেন। ক্রিস ওকস এবং গাস অ্যাটকিনসন ৩টি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি ৯৪ রান করে আউট হন। এরপর সবচেয়ে ভালো রান আসে অলি পোপের (৪১) ব্যাট থেকে। তবে জো রুট ১১ রানে এবং হ্যারি ব্রুক ২৭ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড ২৪৯ রানে অলআউট হয়ে যায়। প্রসঙ্গত আজ ব্যাট করতে নামেননি টেস্ট অধিনায়ক বেন স্টোকস। NZ PM XI vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি ম্যাচে কিউই প্রধানমন্ত্রী একাদশে ভারতীয় বংশোদ্ভূত তরুণ স্নেহিত রেড্ডি
🇳🇿 NZ Prime Minister's XI 🆚 England Men 🏴
Staying up? Follow this thread for live coverage of our two-day warm-up match in Queenstown 🧵
📍 Sir John Davies Oval pic.twitter.com/1cmYY52cKU
— England Cricket (@englandcricket) November 22, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)