বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে কাইল জেমিসনের (Kyle Jamieson) পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে বেন সিয়ার্সকে (Ben Sears) অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশ সফর থেকে ফিরেই বাঁ হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন জেমিসন সেই কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। টেস্ট দল মঙ্গলবার দেশে ফিরে গেলেও দু'দিন আগে ডুনেডিনে ওয়ানডে দলে যোগ দিয়েছেন জেমিসন। কিউই কোচ স্টেড বলেন, 'আমরা কাইলকে নিয়ে সতর্কতার সঙ্গে এগোচ্ছি। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে বা পেছনে ঠেলে দিতে চাই না।' এই সিরিজে টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের সঙ্গে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। নতুন বছরের আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল। NZ Squad, U19 World Cup: আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ডের স্কোয়াড- টম ল্যাথাম, আদি অশোক (২ ও ৩ নম্বর ম্যাচে খেলবেন), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, কাইল জেমিসন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রুরকে, রচিন রবীন্দ্র, ইশ সোধি (১ নম্বর ম্যাচে খেলবেন), উইল ইয়ং, বেন সিয়ার্স।
New Zealand have added uncapped pacer Ben Sears to their squad for Bangladesh ODIs as a cover for Kyle Jamieson.
Details ➡️ https://t.co/5PkOjxiAcf pic.twitter.com/wkRHseZtEZ
— ICC (@ICC) December 15, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)