বাইকের প্রতি তাঁর ভালবাসার কথা কারওরই অজানা নয়। কিন্তু গাড়ির প্রতিও আলাদা প্রেম রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। সেই গাড়ি যদি হয় পুরনো মডেলের, তা হলে তো কথাই নেই। ধোনি সেই গাড়ি কিনবেনই। সে রকমই একটি পুরনো মডেলের গাড়িতে সম্প্রতি ধোনি (MS Dhoni) কে দেখা গিয়েছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে ওই রোলস রয়েস গাড়ি ছোটালেন রাঁচির রাস্তায়।রাঁচীর রাস্তায় নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। এক ভক্ত সেই ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া মাত্রই তা ভাইরাল হয়েছে।
রাঁচির রাস্তায় রোলস রয়েস ছোটালেন ধোনি
MS Dhoni with his vintage Rolls-Royce on the streets of Ranchi 😍 pic.twitter.com/svT4agvKwN
— Ne𝟘n (@7_MSDthala) September 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)