বিগ ব্যাশ লিগের ১২-তম আসরে ম্যাচ চলাকালীন গালি দেওয়ার জন্য এক ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ উইকেটকিপার ম্যাথু ওয়েড (Matthew Wade)। চলতি মরশুমে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাদা বলের দলে থাকা ওয়েড বিবিএল-এ হোবার্ট হারিকেন্সের (Hobart Hurricanes) অধিনায়ক। তিনি ক্রিসমাসের প্রাক্কালে মেলবোর্নে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে খেলবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ মাসের মধ্যে তিনটি লেভেল ১ আচরণবিধি লঙ্ঘনের পর ওয়েডকে একটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে। ওয়েডের সাসপেনশন প্রাক্তন অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine) দলে ফিরেছেন । পেইনকে দলে নেওয়া হয় শীর্ষসারির ব্যাটসম্যান বেন ম্যাকডারমটের (Ben McDermott) উপস্থিতি সত্ত্বেও, যিনি ওয়েডের অনুপস্থিতিতে গ্লাভস ও অধিনায়কত্বের প্রধান দাবিদার।
Matthew Wade will miss the Hurricanes’ match against the Renegades today due to using an “audible obscenity” twice in 18 months. Is it just me or is this a farce? pic.twitter.com/FTVqXbMkEJ
— Adam Langenberg (@AdamLangenberg) December 24, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)