কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে প্রথম তিন ওভারেই অরোরা ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। প্রথম দু'ওভারে কিছুটা হুমকি দেওয়ার পর নিজের স্পেলের তৃতীয় ওভারেই পুরস্কার পান অরোরা। সেই ওভার দেখে ২০০৮ সালে ইডেনে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে নাইট রাইডার্সের হয়ে শোয়েব আখতার যে স্পেল করেছিলেন, সেই স্পেলের কথা এলএসজিকে মনে করিয়ে দেয়। ওভারের তৃতীয় বলেই প্রেরক মানকাডকে আউট করে দেন বৈভব। উইকেট থেকে ভালো বাউন্স পেয়েছিলেন পেসার এবং ব্যাটসম্যান একটি কাট মারার চেষ্টা করেছিলেন। এরপর মার্কাস স্টোইনিসের উইকেট নেন আরোরা, যিনি ব্যাট হাতে আইপিএলে এখনও পর্যন্ত সেরা সময় কাটিয়েছেন। ৫৫ রানে তৃতীয় উইকেট হারায় সুপার জায়ান্টস। ওই ওভারে মাত্র একটি রান দেন আরোরা।
দেখুন পোস্ট
What that last over felt like 😕 pic.twitter.com/2D9eKGvnyK
— Lucknow Super Giants (@LucknowIPL) May 20, 2023
দেখুন সেই ওভার
Clutch Knight 🔥
Vaibhav Arora is steamrolling the Lucknow batters with his fiery spell 🤙#KKRvLSG #TATAIPL #IPLonJioCinema #EveryGameMatters pic.twitter.com/U4npPBkCeW
— JioCinema (@JioCinema) May 20, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)