আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের ডানহাতি পেসার ক্যাথরিন স্কিভার-ব্রান্ট। ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় ক্যাথরিনের। দেশের হয়ে ২৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ৩৩৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৯ ও ২০১৭ সালে ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপ জয় ছাড়াও ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও চারটি অ্যাসেজ সিরিজ জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্যাথরিন টি-২০ এবং একদিনে ইংল্যান্ডের হয়ে যথাক্রমে ১১৪ এবং ১৭০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসাবে শেষ করেন। এর আগে তিনি টেস্ট ক্রিকেট ও আঞ্চলিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ক্যাথরিন দ্য হান্ড্রেড-এ খেলা চালিয়ে যাবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে যায় ইংল্যান্ড।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)