হ্যারি ব্রুক ও জো রুটের অপরাজিত শতরানের সুবাদে কিউয়ি বোলারদের দ্বিতীয় টেস্টের প্রথম দিন অসহ্যকর হয়ে ওঠে। শুধু শতরান নয় বেশ কয়েকটি রেকর্ডও ভাঙ্গেন প্রাক্তন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। টেস্ট কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি রুট করেছেন ১৮২ বলে ১০১ রান করে। ১২৯ টি টেস্ট ১০,৮০০ রানের মাইলফলক স্পর্শ করেন রুট। এর মধ্যে ২৯ টি শতরান (৫ টি দ্বিশতরান) এবং ৫৬ টি অর্ধশতরান রয়েছে।
দেখুন শতরানের মুহূর্ত
The moment Joe Root reached his 29th Test century - the best English Test batter.pic.twitter.com/aJnF8fjso6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 24, 2023
সক্রিয় ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথ সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। স্মিথের থেকে মাত্র একটি সেঞ্চুরি কম রুটের। তবে ২৯টি শতরান নিয়ে ডন ব্র্যাডম্যানের সমান শতরান করে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক অ্যালিস্টার কুকের পরেই তিনি।
Joe Root has now equalled Don Bradman with 29 Test centuries.#NZvENG pic.twitter.com/Hd6odAibqE
— The Cricketer (@TheCricketerMag) February 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)