বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারত-অস্ট্রেলিয়া দু'দলই চোটের সমস্যায় ভুগছে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের চোট পান ইশান কিষাণ। চোট পাওয়া লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জায়গা পেয়েছেন কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ক্রিস জর্ডনের সঙ্গে সংঘর্ষের সময় কিষাণের চোট লাগে। মাঠের বাইরে হাঁটার সময় কপালের বাঁ দিক ধরে বসে থাকতে দেখা যায় কিষাণকে। গুজরাতের বিরুদ্ধে মুম্বইয়ের রান তাড়া করতে নেমে আর ব্যাট করতে আসেননি কিষাণ। অন্যদিকে, অন্যদিকে, মুম্বইয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ড্যর ধারালো বলে বাঁ কনুইয়ে চোট পান গ্রিন। তবে তিলক ভার্মার বিদায়ের পর ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)