বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই কেএস ভরতকে ক্লিন বোল্ড করে ভারতকে প্রথম ধাক্কা দেন স্কট বোল্যান্ড। ফলো-অন এড়ানোর আশায় ভারত অন্য প্রান্তে অজিঙ্ক রাহানের ওপর টিকে ছিল সব আশা। তারপর থেকে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের অনবদ্য পেস আক্রমণের সামনে শার্দূল ঠাকুরও বীরত্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রাহানের সাথে। এদিকে রাহানে কিছুটা হলেও খেলার গতি পাল্টে হাফসেঞ্চুরি করে এখন ৮৯ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রান থেকে দিনের শুরুতে ৩১৮ রান দূরে ছিল ভারত। রাহানে-ঠাকুরের পার্টনারশিপ এখন ১০০-র গণ্ডি পার করে সেই ঘাটতিকে ২০৯ নিয়ে এসেছে। পুরো সেশন জুড়ে এই জুটি দুর্দান্ত ভাবে দাঁড়িয়ে থাকে। শার্দুল রয়েছেন ৩৬ রানে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)