আজ ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্বের ৭২ রানের জেরে ২৬৩ রান করে অজিরা। তৃতীয় সেশনের শুরুতে সপ্তম উইকেটে পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স ৫০ রানের বেশি জুটি গড়েন। কিন্তু কামিন্স ফিরে গেলে একা হ্যান্ডসকম্বের ওপর সব ভার এসে পড়ে। দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ভারত। তিন বল বাকি থাকতেই মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। উসমান খোয়াজা অর্ধশতরান করতে পারলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। তবে কে এল রাহুলের ক্যাচের সৌজন্যে ৮১ রানে ফিরে যান তিনি, তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজার ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ হয়। আউট হওয়ার আগে পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে তাঁর স্থায়ী জুটি গড়েছিলেন তিনি।
Australia have been skittled out on Day 1 👊
Mohammad Shami bags a four-for while Ravichandran Ashwin and Ravindra Jadeja pick up three wickets each 👌#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/MV6njOg9ZE pic.twitter.com/n7QrZXq3VL
— ICC (@ICC) February 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)