লায়ানের বলে উইকেট হারিয়েছেন কে এল রাহুল, ক্রিজে রয়েছেন রোহিত-পূজারা। আজ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দাপটে দিল্লিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ধরাশয়ী অজিরা। দুই স্পিনারই ১০টি উইকেট নেন। এর মধ্যে ৭টি উইকেট জাদেজা এবং বাকী ৩ উইকেট অশ্বিন নেন। ৬১/১ থেকে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া ৫২ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। তাদের লিড ১১৪ রানের। শুরুটা হয়েছিল অশ্বিনের প্রথম ওভারে ৪৩ রানে ট্রাভিস হেডকে আউট করে। এরপর স্টিভ স্মিথকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর ৩৫ রানে মার্নাস লাবুশানেকে ক্লিন বোল্ড করে দলের হাল ধরেন জাদেজা। এরপর ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে আসা ম্যাট রেনশকে এলবিডব্লিউ করেন অশ্বিন। তারপর টানা দুই বলে পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্সকে আউট করেন জাদেজা।
দেখুন সংক্ষিপ্ত স্কোর
What an incredible opening session on day three 🔥
Australia need nine wickets, while India require 101 runs to win the second Test.#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/HS93GIyEwS pic.twitter.com/NrkIj9Jxhk
— ICC (@ICC) February 19, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)