বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া ২০৯ রানে ভারতকে পরাজিত করে, সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের। সেই কারণে আইসিসির সাম্প্রতিক প্রকাশিত তালিকায় শীর্ষ তিনে উঠে এসেছে এই দুই অজি তারকা ব্যাটসম্যান। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান দখল করে রেখেছেন লাবুশানে। ১২১ ও ৩৪ রান করে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। মাত্র এক পয়েন্ট কমে ৮৮৪ পয়েন্টে স্মিথের পরেই রয়েছেন ট্র্যাভিস হেড। উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি ৪৮ ও অপরাজিত ৬৬ রান করে ১১ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন। প্রথম দশে নেই বিরাট কোহলি অথবা রোহিত শর্মার নাম। প্রথম দশের দশম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। রাহানে ৮৯ ও ৪৬ রান করে ৩৭ তম স্থানে উঠে এসেছেন। বিরাট রয়েছেন ১৩ এবং রোহিত রয়েছে ১২ নম্বরে।
Latest ICC Men's Test Batting Rankings.
📷: ICC#ICC #Ranking #ICCRanking #TestCricket #FantasyPredictionForFree #Batting #Rank pic.twitter.com/PuT8vEnYZp
— Fantasy Prediction For Free (@fp4f_family) June 14, 2023
টেস্ট চ্যাম্পিয়নশিপে বোলিং না করেও বোলিংয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশের অষ্টম স্থানে রয়েছে জসপ্রীত বুমরাহ এবং নবম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।
New ICC men's Test ranking updates: Bowling@ICC #ICCRankings #TestCricket #Ashwin #JamesAnderson #PatCummins #Rabada #SportsTak pic.twitter.com/24KHGHGsfG
— Sports Tak (@sports_tak) June 14, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)