চলতি ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন নবীন-উল-হককে (Naveen-ul-Haq) উত্যক্ত করা থেকে বিরত রাখার জন্য বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে বিরাট কোহলি ও নবীন-উল-হক ম্যাচের পর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কিন্তু বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বিরাট কোহলি ও নবীন-উল-হক একে অপরের সঙ্গে সব ঠিকঠাক করে আলিঙ্গন ও করমর্দন করেন। বিরাট কোহলিও ম্যাচ চলাকালীন নবীন-উল-হককে বিরক্ত না করার জন্য দর্শকদের প্রতি ইঙ্গিত করেন। ম্যাচ শেষে গৌতম গম্ভীর ও ধারাভাষ্যকার যতীন সপ্রু (Jatin Sapru) বিরাট কোহলি-নবীন-উল-হক প্যাচ-আপের ঘটনা নিয়ে কথা বলেন। বিরাট কোহলি-নবীন-উল-হকের লড়াইয়ের পর দর্শকদের আরও ভাল আচরণ করা উচিত ছিল বলে মনে করেন গৌতম গম্ভীর। দর্শকের প্রতি বিরাট কোহলির ভঙ্গির প্রশংসাও করেছেন তিনি। আইপিএলে বিরাট কোহলি ও নবীন-উল-হকের মধ্যে বচসা হওয়ার পর থেকেই নবীনকে দেখলেই গ্যালারিতে কোহলির নাম নিয়ে চিৎকার করতেন সমর্থকরা। Chris Gayle Congratulates Rohit Sharma: সবচেয়ে বেশী ছক্কার রেকর্ড! 'হিটম্যান' রোহিত শর্মাকে শুভেচ্ছা জানালেন ক্রিস গেইল (দেখুন পোস্ট)
দেখুন ভিডিও
Gautam Gambhir is happy to see the patch-up and praises Virat Kohli for his gesture. Also, urges fans to be better ambassadors for the game in upcoming matches.
🎬 :- @jatinsapru pic.twitter.com/KLJV14L101
— Abhishek Ojha (@vicharabhio) October 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)