আজ থেকে ১৮ বছর আগে ২০০৫ সালের অ্যাসেজ সিরিজের এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু 'ফ্রেডি' ফ্লিনটফ (Andrew Flintoff) টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলিং করে অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) ও জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer) একরকম হিমশিম খাইয়ে দেন। সেই ঘটনায় আবার তাঁর জীবনে ফিরে এসেছে কিন্তু বেশ অন্যভাবে। এইবার তিনি ছিলেন ব্যাটসম্যানের ভূমিকা। সেই মাঠেই তিনি সাম্প্রতিক ব্যাটিং করতে নামেন এবং তাঁকে নয়া টেকনোলজির সাহায্যে সেই গতি এবং লেন্থে বল করা হয়। এতে তিনি নিজে অবাক হয়ে যান এবং কিছুতেই সেই সামলে উঠতে পারেননি। এইরকম ঘটনা ক্রিকেটের ইতিহাসে আগে কখনও ঘটেছে বলে শোনা যায়নি এবং অবশ্যই এই ভিডিও ক্রিকেট বিশ্বে বেশ ভাইরাল হয়েছে। গত ডিসেম্বরে ডান্সফোল্ড এরোড্রোমে মোটরিং শো চলাকালীন দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাক্তন ক্রিকেটার। ৪৫ বছর বয়সী এই খেলোয়াড়ের পাঁজরের হাড় ভেঙে যায় এবং মুখে মারাত্মক আঘাত লাগে এরপর প্রথম তাঁকে ব্যাট হাতে দেখা যায়। Tamim Iqbal Commentary: দেখুন, ঢাকা টেস্টে ব্যাটিং নয় ধারাভাষ্যে হাজির স্বয়ং তামিম ইকবাল
দেখুন ভিডিও
Flintoff v Flintoff - Technology at its best.
One of the most innovative set up you will see on Twitter.
Flintoff bats against Flintoff of Ashes 2005.
Happy Birthday @flintoff11
— Cricketopia (@CricketopiaCom) December 6, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)