বুধবার (২১ আগস্ট) ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরুর সংকেত দিতে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়েছেন প্রাক্তন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson)। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অ্যান্ডারসন এরপর থেকে ইংলিশ বোলারদের সঙ্গে কোচিংয়ের ভূমিকায় কাজ করছেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। খেলা শুরু করতে অ্যান্ডারসনের এই ঘণ্টা বাজানোর ভিডিও ইংল্যান্ড ক্রিকেটের ফ্যানপেজে শেয়ার করা হয়েছে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভালো হয়নি শ্রীলঙ্কার কারণ ওপেনার দিমুথ করুনারত্নেকে ১৮ বলে মাত্র ২ রান আউট হন গাস অ্যাটকিনসনের বলে। এরপর পরের ওভারে ক্রিস ওকস জোড়া আঘাত করে সফরকারীদের কঠিন অবস্থানে ফেলে দেন। লাঞ্চ ব্রেকে শ্রীলঙ্কার স্কোর ৮০-৫, সফরকারীদের হয়ে ক্রিজে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ENG vs SL 1st Test Live Streaming: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, প্রথম টেস্ট, কোথায় সরাসরি দেখবেন ভারতে
ঘণ্টা বাজিয়ে ম্যানচেস্টার টেস্ট শুরু করলেন জেমস অ্যান্ডারসন
Just a 🐐 ringing the bell to get the Test underway.#ENGvSL pic.twitter.com/Dfbeh48Olr
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) August 21, 2024
🐐🔔 @jimmy9 rings the @EmiratesOT bell to get the #ENGvSL Test Match underway.
🌹 #RedRoseTogether pic.twitter.com/b1Ye02ngyU
— Lancashire Cricket (@lancscricket) August 21, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)