শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে একমাত্র বিকল্প হিসাবে আহত মার্ক উডের (Mark Wood) পরিবর্তে অলি স্টোনকে (Olly Stone) দলে নিয়েছে। আগামী ২৯ আগস্ট থেকে লন্ডনের আইকনিক লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে পূর্ণ সময়ের অধিনায়ক বেন স্টোকসের অনুপস্থিতিতে আয়োজকদের নেতৃত্ব দেবেন অলি পোপ। নটিংহ্যামশায়ারের হয়ে খেলা অলি স্টোন ২০২১ সালের পর প্রথমবারের মতো টেস্ট লাইনআপে ফিরেছেন। চোটের সঙ্গে লড়াই করা স্টোন ২০১৯ সালে অভিষেকের পর থেকে তিনটি টেস্ট খেলে ১০ উইকেট নিয়েছেন। পাওয়ার প্যাকড বোলিং লাইন আপে উডের মতোই গতি দিতে পারবেন ৩০ বছর বয়সী এই পেসার। দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে যোগ হওয়া ২০ বছর বয়সী বাঁহাতি পেসার জশ হালকে পেছনে ফেলে স্টোনকে একাদশে নেওয়া হয়। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার হাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের হয়ে পাঁচ উইকেট নেন। England Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দল ঘোষণা ইংল্যান্ডের, বাদ রুট, বাটলারের স্কোয়াডে একাধিক চমক
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ
England announces their playing XI for the second test against Sri Lanka.
▶️Olly Stone replaces injured Mark Wood in the XI#OllyStone #MarkWood #JoeRoot #OlliePope #Cricket #SBM #ENGvSL #ENGvsSL pic.twitter.com/d4fHTurc3T
— SBM Cricket (@Sbettingmarkets) August 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)