অফস্পিনার গ্লেন ফিলিপসের ৩৭ রানে ৪ উইকেটের কল্যাণে প্রথম টেস্টের প্রথম দিনেই ৯ উইকেটে খুইয়েছিল বাংলাদেশ। তবে তাঁদের স্কোর ৩০০ রান ছাড়িয়ে যায় এবং প্রথম দিন টানা ব্যাটিং করার পর আজ সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে আজ আর ব্যাটিং ধরে রাখতে পারেনি শোরিফুলরা এবং যার ফলে টিম সাউদির বলে এলবিডাব্লিউ আউট হয়ে যান বাংলাদেশের পেসার। দলের সঙ্গে অতিরিক্ত কোনো রান যোগ করতে পারেনি তারা। তবে বল হাতে অসাধারণ প্রদর্শন করেছে বাংলাদেশের বোলররা। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সাবলীল কিউইদের বিপাকে ফেলতে তাঁরা কোনো দ্বিধা করেননি। মাত্র ২১ রানে ওপেনার টম ল্যাথামকে ক্যাচ আউট করে ফেরান তাইজুল ইসলাম। এরপর মাত্র ১২ রানে ডেভন কনওয়েকে ফেরান মেহেদী হাসান মিরাজ। যার ফলে ৫০ রানের নিচেই নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে এখন বেশ বিপাকে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। Taskin Ahmed Injury Update: চোট সারতে প্রায় এক মাস, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ তাসকিন আহমেদ
সরাসরি ভারতে খেলা দেখুন ফ্যানকোডে ২৫ টাকায়। বাংলাদেশে দেখুন টি-স্পোর্টস, র্যাবিটহোলবিডি ইউটিউব চ্যানেলে।
An even session for both teams with Bangladesh dismissing New Zealand openers.#Bangladesh #BANvsNZ #NewZealand #Cricket #TestCricket #SkyExch #KaneWilliamson pic.twitter.com/wK7MNisUcR— SkyExch (@officialskyexch) November 29, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)