পাকিস্তান সুপার লিগের ২০২৩ আসরের শুক্রবারের ম্যাচটি ছিল এবারের আসরের অন্যতম সেরা রাত , এবং সম্ভবত আজম খান অন্যতম সেরা ইনিংস। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন ইসলামাবাদ ইউনাইটেডের আজম খান। তবে তার ইনিংসের আলোচনার বিষয় ছিল যে পাকিস্তান কিংবদন্তি এবং তার বাবা মইন খান দলের কোচের বিরুদ্ধে এই ইনিংসটি আসে। মোহাম্মদ নওয়াজের বিপক্ষে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন ইনিংস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ইসলামাবাদ স্লগ ওভারের দিকে এগিয়ে যাওয়ার পর তিনি ধীরে ধীরে গতি বাড়ান। ৪২ বলে ৯ টি চার ও ৮ টি ছয়ের সাহায্যে ৯৭ রান করেন তিনি। হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর কোয়েটা ডাগআউটে বসে থাকা বাবার দিকে ইঙ্গিত করেন আজম। বুক চাপড়ে শ্রদ্ধা নিবেদনের ইঙ্গিত করেন এবং মইন এই অগ্নিগর্ভ ইনিংসের প্রশংসায় হাততালি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দেখুন ভিডিও
When you make your dad proud 🥹#SabSitarayHumaray l #HBLPSL8 l #QGvIU pic.twitter.com/9sVWHkOByQ
— PakistanSuperLeague (@thePSLt20) February 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)