মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার এইট সফর আগেই শেষ হয়ে গেলেও ২০২৪ টি২০ বিশ্বকাপে তারা স্মরণীয় থেকে যাবে। পাকিস্তানকে লিগ পর্বে হারানো থেকে আত্মবিশ্বাসের সাথে ওয়েস্ট ইন্ডিজে আসায় বড় ভূমিকা রাখেন ব্যাটসম্যান অ্যারন জোন্স (Aaron Jones)। শেষের দিকে মার্কিন দলের অধিনায়কও ছিলেন তিনি তবে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও নিজের ছোটবেলার বন্ধু জোফরা আর্চারের (Jofra Archer) দল যে সেমিফাইনালে গিয়েছে সেটা জানাতেই যেন পুরনো ছবি পোস্ট করেছেন। জোফরা আর্চার, তার প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্কুলের সহপাঠী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একসঙ্গে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে শৈশব ও কৈশোর কাটানো সেই দুই শিশু, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্য দুই দেশের পতাকার নিচে খেলছেন। স্কুলের প্রায় প্রতিটি দিন একসঙ্গে ক্রিকেট খেলে কাটাতেন দু'জনে। জানা গিয়েছে, ক্রিকেট ছাড়া তারা একসাথে টেপ বল নিয়ে বা হার্ড কোর্টে বা রাস্তায় টেনিস খেলতেন। ENG Beat USA: আমেরিকাকে দশ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত ইংল্যান্ডের, অনবদ্য ব্যাটিং বাটলারের
দেখুন পোস্ট
From boys to men. It really has been an incredible journey! @JofraArcher pic.twitter.com/mtCsdqnOEE
— Aaron Jones (@Macca_Jones) June 25, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)