Australian swimmer Lani Pallister: টোকিও অলিম্পিক ঠিক এক বছর পিছিয়ে গিয়েছিল করোনা ভাইরাসের কারণে। দর্শকশূন্য স্টেডিয়ামে হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক পরেই হয়েছিল টোকিও অলিম্পিক। আর এবার প্যারিস অলিম্পিকে করোনা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু গেমস শুরু হতেই দু'জন তারকা সাঁতারু কোভিডে আক্রান্ত হলেন। দুটো সোনা সহ টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ী তারকা ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিয়েটি (Adam Peaty)। গতকাল, সোমবার তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ এসেছিল।
আর এবার অস্ট্রেলিয়ার তরুণী সাঁতারু লানি পালিস্টের করোনায় আক্রান্ত হলেন। করোনা হওয়ায় বিশ্বচ্যাম্পিয়ন এই অজি সাঁতারু মহিলাদের দেড় হাজার মিটার ফ্রিস্টাইল বিভাগ থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন। গায়ে জ্বর, সর্দি ও খুব দ্রুত হাঁফিয়ে যাওয়ায় তিনি লানি ব্যক্তিগত এই বিভাগে খেলতে পারবেন না বলে অজি শিবির থেকে জানানো হয়েছে। তবে করোনা সারিয়ে তিনি ৪x২০০ মিটার ফ্রি স্টাইলে রিলে সাঁতারে নামবেন বলে জানানো হয়েছে।
দেখুন খবরটি
Diappointing news for Lani Pallister who has withdrawn from her heat in the 1500m due to contracting COVID.
She will now focus on the Women's 4 x 200m relay, but there is concern it may rip through the Australian swimming squad.
Live blog: https://t.co/H5C6xsNDR6 #Paris2024 pic.twitter.com/br1doufXXa
— ABC SPORT (@abcsport) July 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)