বেঙ্গালুরুতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া করল ৩৬৭ রান। ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শ করলেন রেকর্ড ২৫৯ রান। একটা সময় মনে হচ্ছিল নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া ৪০০ পাড় করে ফেলবে। ১২৪ বলে ১৬৭ রানের দুরন্ত ইনংস খেললেন ওয়ার্নার। ৯টা ওভার বাউন্ডারি, ১০টা বাউন্ডারি দিয়ে সাজানো ছিল সেঞ্চুরির পর পুষ্পা সেলিব্রেশনে গ্যালারিতে ঝড় তোলা ওয়ার্নার। মার্শ ৯টা ওভার বাউন্ডারি, ১০টা বাউন্ডারি হাঁকান।
কিন্তু শেষের দিকে পাক পেসার শাহিন আফ্রিদির স্পেলে ম্যাচে ফেরে পাকিস্তান। ফর্মে ফিরে আফ্রিদি ৫৪ রানে ৫ উইকেট নেন। ম্যাচের প্রথম ওভারে ২৪ রান দিয়ে খেলা শুরু করা পাক পেসার হ্যারিস রউফ শেষ অবধি ৮ ওভার বল করে দেন ৮৩ রান। তিন ওভারে ৫০ রান দিয়ে ফেলা রউফ আউট করেন ওয়ার্নার, ইংলিশ, লাবুশানেকে। গ্লেন ম্যাক্সওয়েল (০), স্টিভ স্মিথ (৭)-রা রান পাননি।
দেখুন এক্স
259/0 to 367/9.
A great comeback by Pakistan bowlers in the back end with a five wicket haul by Shaheen Afridi. pic.twitter.com/J6SOpBFKjQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 20, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)