ক মাস আগেই ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল কাতার। সেই কাতারের অনুর্ধ্ব ১৭ দলকে ৩-০ গোলে হারিয়ে চমকে দিল ভারতীয় অনুর্ধ্ব ১৭ ছোটদের ফুটবল দল। রবিবার দুই দেশের প্রথম প্রদর্শনী ম্যাচে ভারতের ছোটরা ১-৩ গোলে হেরেছিল কাতারের অনুর্ধ্ব ১৭ দলের কাছে।
এদিন দোহায় আয়োজিত দ্বিতীয় প্রীতি ম্যাচে ভারতকে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে দেয় রিকি মেতাই হাওবাম। এরপর ৩৪ মিনিটে ভারতের লিড দ্বিগুণ করে শ্বাশ্বত পানওয়ার।
কাতার এরপর গোল শোধ করার মরিয়া চেষ্টা করেছিল ভারতের মজবুত ডিফেন্সের সামনে আটকে যায়। খেলা শেষ হওয়ার ঠিক আগে, ইনজুরি টাইমে ভারতের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করে অধিনায়ক কারাউ সিং থিংগুজাম। ছোটদের ফুটবলে অনেক টাকা বিনিয়োগ করে কাতার।
বিদেশী দামী কোচ, উন্নত পরিকাঠামো, আফ্রিকা থেকে কম বয়সী ফুটবলারদের তুলে আনা কাতার। তেমন একটা দেশকে অনুর্ধ্ব ১৭ ফুটবলে হারিয়ে ভারতের ছোটরা চমকে দিল। কাতারে প্রীতি ম্যাচে দু ম্য়াচের সিরিজ ১-১ করে ফিরছে ভারতের ছোটরা।
দেখুন টুইট
A dominant victory for India U-17 in the second friendly against Qatar U-17 in Doha!💪😎#QATIND ⚔️ #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/SDjWgFgXMM
— Indian Football Team (@IndianFootball) February 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)