সোমবার বিকেলে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক (Bandra-Worli Sea Link) সেতু ধরে যাচ্ছিলেন ব্যবসায়ী অমর জারিওয়ালা (Amar Jariwala)। সেই সময় তাঁর গাড়ির কাচে ধাক্কা খেয়ে আহত হয় একটি চিল (Kite) পাখি। চিলটি কেমন রয়েছে তা জানতে চালক শ্যামসুন্দর কামাতকে গাড়ি থামাতে বলেন অমর। দু'জনেই এরপর গাড়ি থেকে নেমে চিলটিকে দেখতে যান। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্যাক্সি (Taxi) তাঁদের ধাক্কা মারে। ট্যাক্সির ধাক্কায় উড়ে গিয়ে খানিক দূরে পড়েন দু'জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অমরকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা। গাড়ির চালক ৪১ বছরের শ্যাম কামাতের চিকিৎসা চলছে। সোমবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে। আর সেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন ভিডিও:

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)