প্রকাশ্যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বাঘ। রাতের অন্ধকারে কার্যত জ্বলজ্বলে চোখে দক্ষিণরায়কে (Tiger) জাতীয় সড়ক পার করতে দেখে ভয় পেয়ে যান অনেকে। যার মধ্যে থেকে এক মোটরবাইক আরোহী সেই ভিডিয়ো করেন। যেখানে রাস্তার উপর দিয়ে বাঘকে হেঁটে যেতে দেখা যায়। তেলাঙ্গানার হায়দরাবাদ (Hyderabad) সংলগ্ন ৪৪ নম্বর জাতীয় সড়কে এবার এমনই দৃশ্য চোখে পড়ে। যেখানে রাস্তার উপর দিয়ে বাঘ চলাচল করতে দেখা যায়। নির্মল এবং আদিলাবাদ সীমান্ত দিয়ে বাঘটিকে রাস্তা পার করতে দেখার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। কুন্তলা এবং সারাঙ্গাপুর মন্ডলের মাঝে যে জঙ্গল রয়েছে, সেখান থেকে ওই বাঘটি বেরিয়ে রাস্তা পারাপার করছিল বলে অনুমান বন দফতরের। মোটরবাইক আরোহীর ভিডিয়ো হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ভাইরাল হলে বন দফতরের তরফে একটি বার্তা দেওয়া হয়। কেউ যাতে বন্য পশুদের কোনও ক্ষতি না করেন, সে বিষয়ে জানানো হয় আর্জি।
দেখুন কীভাবে রাতের অন্ধকারে রাস্তা পার করছে বাঘ...
Tiger Spotted Crossing NH 44 on Nirmal-Adilabad Border
Hyderabad: A tiger was sighted crossing National Highway 44 on the border between Nirmal and Adilabad districts late Sunday night. A motorist captured the rare encounter on video as the tiger moved through the forested area… pic.twitter.com/HByCOqTqsn
— Sudhakar Udumula (@sudhakarudumula) November 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)