বিহারের (Bihar Police) কাটিহার থেকে প্রকাশ্যে এল একটি ভয়ঙ্কর ভিডিয়ো। যেখানে বিহার পুলিশের এক অফিসার রেস্তোরাঁয় হাজির হয়ে সেখানে এক টেবিলে বসে থাকা ভাই, বোনের উপর চোটপাট শুরু করেন। ভাই, বোনের উপর কাটিহার থানার ওই আধিকারিক কেন চোটপাট করছেন, তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। তবে ওই পুলিশ আধিকারিককে দেখা যায়, কোনও প্রশ্নের উত্তর না দিয়ে, চিৎকার শুরু করেন।

বিহারে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের উপর পুলিশ কেন চোটপাট শুরু করেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গে সেই ভিডিয়োও ভাইরাল (Viral Video) হয়ে যায় হু হু করে।

দেখুন বিহার পুলিশের ওই আধিকারিকের অদ্ভুদ ব্যবহার...

 

কাটিহারের বারসাই থানার স্টেশন অফিসার কেন ওই ধরনের ব্যবহার করলেন, তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে বিহার প্রশাসনের তরফে জানানো হয়। পাশাপাশি বারসাই থানার ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়।

দেখুন কাটিহার পুলিশের তরফে কী জানানো হল...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)