সম্প্রতি মেক্সিকোর একটি অ্যাডভেঞ্চার পার্কে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে ৬ বছরের এক শিশু। নিউইয়র্ক পোস্ট এর খবর অনুযায়ী গত ২৫ জুন মেক্সিকোর নুয়েভো লিওনে পার্ক ফান্ডিডোরার অ্যামাজনিয়ান অভিযানে সিজার মোরেনো নামে এক ৬ বছর বয়সী বালক একটি জিপলাইন থেকে ভয়ঙ্কর ভাবে ৪০ ফুট নিচে পড়ে যায়। তবে অত উঁচু থেকে পড়লেও অলৌকিকভাবে তাঁর প্রাণ বেঁচে যায়। কারণ ওই জিপলাইনের নিচে একটি কৃত্রিম পুল ছিল আর ছেলেটি জিপলাইনের নীচে সেই পুলে গিয়ে পড়েছিল। তাঁকে পুলে পড়ে যেতে দেখে পার্কে ভ্রাম্যমান এক অপরিচিত ব্যক্তি তাকে পুল থেকে বের করতে সাহায্য করেছিল। ঘটনায় সামান্য আঘাত পেয়েছে ওই শিশুটি।
A 6-year-old boy fell off a zipline in a Mexican amusement park. The child was on the ride with his father when the cable of his insurance broke. The boy fell from a 12-meter height and survived only because there was a river below.#Mexico #News pic.twitter.com/OrvRzAZ2mi
— Sasha White (@rusashanews) July 1, 2023
সংবাদ আউটলেট এর রিপোর্টে জানা গেছে নুয়েভো লিওনের ওই পার্কের অনেকগুলি আকর্ষণীয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করছেন৷
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)