মুম্বই, ১৪ ফেব্রুয়ারিঃ মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়ে দেড় কিলোমিটার টানতে টানতে নিয়ে গেল গাড়ি। পালঘরের ট্রাফিক সিগনালে গাড়ি থামতে বলায় ট্রাফিক পুলিশকেই ধাক্কা দিল গাড়ি। বনেটে ঠেলতে ঠেলতে দেড় কিলোমিটার অবধি চলল গাড়ি। ট্রাফিক সিগনালের সিসিটিভি-তে ধরে পড়েছে সেই দৃশ্য। যা মুহূর্তে ভাইরাল (Viral Video) হয় নেট মাধ্যমে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির বনেটে রয়েছে ট্রাফিক পুলিশ। দ্রুত গতিতে এগোচ্ছে গাড়ি। ওই ট্রাফিক পুলিশ জানান, গাড়ির চালকের বয়স ১৯। তাঁর কাছে গাড়ির উপযুক্ত লাইসেন্স ছিল না। গ্রেফতার করা হয়েছে ওই চালককে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)