তেলঙ্গনার রাজধানী হায়দারাবাদের বেআইনি বাড়ি ভাঙার কাজে গিয়ে গুরুতর আহত হলেন এক পুলিশ কর্মী। কোন্দাপুর সাব-ডিভিশনে তৈরি হওয়া বেআইনি এক তিন তলা বাড়ি প্রশাসনিক নির্দেশ ভাঙা হচ্ছিল। বিস্ফোরকের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বাড়িটিকে ভাঙার কাজ করা হচ্ছিল। অবৈধ এই বহুতলটির ভাঙার কাজের ভিডিয়ো কিছুটা দূরের এক বাড়ির ছাদ থেকে ফোনের মাধ্যমে করছিলেন পুলিশ কর্মীরা। তাদের সঙ্গে উতসাহী জনতারও ভিড় ছিল। বাড়িটি ভাঙার সময় দূর থেকে ধ্বংসাবশেষের একটি ইঁট বা পাথরের টুকরো উড়ে আসে দূরের ছাদে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মীর মুখে। প্রচণ্ড জোরে এসে পুলিশ কর্মীর গায়ে লাগে মাঝারি মাপের পাথরটি। সেখানেই ছাদের মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি।

এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই পুলিশ কর্মী এলাকার আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্বের জন্য ডিউটিতে ছিলেন। তিনিও মোবাইলে ভিডিয়ো করছিলেন। এই ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

দেখুন কীভাবে আহত হলেন পুলিশ কর্মী

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)