হাসপাতাল থেকে শিশুপুত্রের দেহ নিয়ে যেতে মিলল না অ্যাম্বুল্যান্স। হতভাগ্য বাবা শেষমেশ বাইকে চাপিয়েই ছেলের মৃতদেহ বাড়িতে ফেরালেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। সোশ্যাল মিডিয়ায় এই মর্মন্তুদ দৃশ্য পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ভিডিও দেখে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী নেতা চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)।
তিনি এক টুইট বার্তায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “ নিষ্পাপ ছোট্ট জেসাভার জন্য আমার অন্তরে বেদনার অন্ত নেই। তিরুপতির RUIA হাসাপাতালে তার মৃত্যু হয়েছে। ছেলের নিথর দেহ ফেরাতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্সের আবেদন করেছিলেন হতভাগ্য বাবা। তবে সে অ্যাম্বুল্যান্স আর আসেনি। মৃতদেহ বহনকারী ভ্যানগুলির দূরবস্থা দেখে বেসরকারি অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করতে উদ্যত হন জেসাভার বাবা। তবে সেখানেও বিধি বাম, অ্যাম্বুল্যান্স চালক মোটা অংকের পারিশ্রমিক দাবি করায় শেষপর্যন্ত ৯০ কিলোমিটার পথ বাইকে চড়িয়ে ছেলের মরদেহ বাড়িতে ফেরালেন বাবা।”
পড়ুন টুইট
My heart aches for innocent little Jesava,who died at Tirupati’s RUIA hospital.His father pleaded with authorities to arrange an ambulance which never came.With mortuary vans lying in utter neglect,pvt ambulance providers asked a fortune to take the child home for final rites.1/2 pic.twitter.com/mcW94zrQUt
— N Chandrababu Naidu (@ncbn) April 26, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)