প্রতারণা করতে গিয়ে প্রেমিকার কাছে হাতেনাতে ধরা পড়ল যুবক। প্রেমিকাকে লুকিয়ে হোটেলে অন্য নারীর সঙ্গে রাত কাটাতে গিয়েছিলেন ওই যুবক। তবে প্রেমিকের কুকীর্তি চাপা থাকলো না প্রেমিকার কাছে। জানতে পারা মাত্রই দিগ্বিদিক শূন্য হয়ে তরুণী ব্যস্ত রাস্তার মাঝে প্রেমিককে শুয়ে ফেলে জামা ছিঁড়ে বুকে লাথি মারলেন। এলোপাথাড়ি জুতো মারলেন মুখে, গায়ে। গালিগালাচ করলেন। বললেন, খুন করে ফেলবো। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের বলে জানা যাচ্ছে। ব্যস্ত রাস্তার ধারে তরুণীর কাণ্ড দেখে এগিয়ে আসেন পথচারীরা। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণী কারুর কথা কানে তোলার মত অবস্থায় ছিলেন না। প্রেমিকের প্রতারণা, হোটেলে অন্য নারীর সঙ্গে সহবাস কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। ঘটনার ভিডিও হু-হু করে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

রাস্তায় শুয়ে ফেলে প্রেমিককে জুতো পেটাঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)