Moon, Mars and Venus Conjunction: মঙ্গল এবং শুক্র গ্রহের সঙ্গে চাঁদের সংযোগ, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন সেই ছবি)
কনজাংশন মানে হল একই সময় একই স্থানে কাছাকাছি আসা বা সংযোগ। মহাকাশে দুই গ্রহের মধ্যে যদি দূরত্ব কম মনে হয়, বা মনে হয় যে তারা কাছাকাছি চলে এসেছে তখন তাকে বলে ‘প্ল্যানেটারি কনজাংশন’।
ফের একবার মহাসংযোগ ঘটল মহাকাশে। কাছাকাছি এল লাল গ্রহ মঙ্গল, শুক্র ও চাঁদ। গতকাল রাতে এই দৃশ্য ক্যামেরাবন্দী করে অনেকেই । একই সরল রেখাতে না হলেই তিনজনকে মাঝ আকাশে দেখা যায় গতকাল রাতের আকাশে।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা এই মহাজাগতিক ঘটনাকে বলছেন ‘ট্রিপল কনজাংশন’। কনজাংশন মানে হল একই সময় একই স্থানে কাছাকাছি আসা বা সংযোগ। মহাকাশে দুই গ্রহের মধ্যে যদি দূরত্ব কম মনে হয়, বা মনে হয় যে তারা কাছাকাছি চলে এসেছে তখন তাকে বলে ‘প্ল্যানেটারি কনজাংশন’।
নেটিজেনরা সেই ছবি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।