তিনদিনের বৈদিক আচার অনুষ্ঠানের পর গতকাল (৫ জুন) অযোধ্যার রাম মন্দিরে ফের হল প্রাণ প্রতিষ্ঠা।২০২৪ সালে গর্ভগৃহে অধিষ্ঠিত রামলালার পর এবার রাম দরবারের ৮টি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হল বৃহস্পতিবার। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হয়। তিথি মেনে সকাল ১১ টা ২৫ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিটের মধ্যে রাম দরবারে আট দেব-দেবীর মূর্তির অভিষেক অনুষ্ঠিত হয়। যজ্ঞ, পঞ্চ গব্য ও মন্ত্রোচারণের মাধ্যমে দেবতাদের অভিষেক করা হয়।

রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, “মন্দিরের ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কলসও বসানো হয়ে গিয়েছে। দেবতাদের মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার আগে যাবতীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান পালিত হয়েছে।তবে মন্দিরের দ্বিতীয় তলের মন্দির অর্থাৎ রাম দরবারে দর্শন এখন বন্ধ থাকবে।

গতকালের প্রাণ প্রতিষ্ঠার পর আজ থেকে জনসাধারণের জন্য খুলে গেছে মন্দিরের দরজা। আর শ্রী রাম জন্মভূমি মন্দিরে যাওয়ার পথে ভক্তরা আনন্দে মেতে উঠেছেন।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)