রাজস্থানে বাঁধ থেকে জল ছাড়ার জেরে যমুনা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। বিগত ২৪ ঘণ্টায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে শুক্রবার সকালে ৯৯.৩০ মিটার ছুঁয়েছে।কেন্দ্রীয় জল কমিশনের কালপি কেন্দ্রের প্রধান রূপেশ কুমার জানান, ২৫ জুন থেকে যমুনার জলস্তর বাড়তে শুরু করে। বর্তমানে প্রতি ঘণ্টায় ১২-১৫ সেমি হারে জল বাড়ছে। কালপিতে বিপদসীমা নির্ধারিত রয়েছে ১০৮ মিটার।

বৃহস্পতিবার থেকেই স্থানীয় ও জেলা প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)