আগামী দুই থেকে তিন দিন চেন্নাই, চেঙ্গলপাট্টু, কুড্ডালোর এবং ব-দ্বীপ অঞ্চল সহ ১৩টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল । তামিলনাড়ুতে উত্তর-পূর্ব বর্ষা মৌসুম সক্রিয় থাকায়, অনেক জেলায় গত তিন সপ্তাহ থেকে বৃষ্টিপাত হচ্ছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর একাধিক এলাকায় এবং পুদুচেরিতেও।বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মিলে গিয়ে বুধবার সকাল থেকেই তামিলনাড়ু ও পুদুচেরিতে শুরু হয় বৃষ্টিপাত।
জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টি হবে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।
Dec 11 12:30 PM: The well-marked low in the Bay is pushing convective clouds to the coasts of TN. Well placed to give continuous rains to #Pondy-#Vedaranyam stretch. The bands will also get pushed interiors giving intermittent rains in… pic.twitter.com/JGSpUgGfsU
— Dr. Kirthiga Murugesan, Ph.D. (@smkirthiga) December 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)