আগামী ৩০ অগাস্ট বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। জেএমএমের (Jharkhand Mukti Morcha) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ঝাড়খণ্ডের টাইগার পদ্মবনে যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। রাজ্য রাজনীতিতে এখনও আনুষ্ঠানিক পালাবদল না করলেও চম্পাইয়ের মুখে এখন থেকেই বিজেপিপন্থী বক্তব্য উঠে আসছে। বুধবার একটি অনুষ্ঠানে চম্পাই বলেন, আগামী ৩০ তারিখ দেশের বৃহত্তম পার্টি বিজেপিতে যোগ দিচ্ছি। তাঁরা আমায় যা কাজ দেবে তাই করব। ঝাড়খণ্ডের মানুষের উন্নয়ন করতে হবে, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য আমাদের আদিবাসীদের অস্তিত্ব সংকটে, এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি জীবনে অনেক সংঘর্ষ করেছি। ভবিষ্যতেও হয়তো করতে হবে। বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের মানুষের জন্য কাজ করব।
#WATCH | Ranchi: On joining BJP, Former Jharkhand CM Champai Soren says "We don't have the next plan yet. On the 30th I will join the Bharatiya Janata Party. It is the biggest party in the country. Whatever role the party will give me, I will do it. We will take steps to help the… pic.twitter.com/dPfQNghX4B
— ANI (@ANI) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)